বাস উল্টে ৩০ পোশাকশ্রমিক আহত

ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস উল্টে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বালিথা এলাকার রাইজিং নামে একটি পোশাক কারখানার উদ্দেশ্যে শ্রমিক নিয়ে বাসটি রওনা দেয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি মহাসড়কের পাশে উল্টে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে আটকে যায়। এতে বাসের ভেতরে থাকা শ্রমিকদের মধ্যে ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।