ড্রেজারে ডাকাতি, ৯৯৯-এ ফোন পেয়ে একজনকে আটক

বাগেরহাটের মোংলায় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল খননের ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টায় ‘এম রহমান’ ড্রেজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে একজনকে আটক করেছে নৌ পুলিশ।

এ ঘটনায় ড্রেজারের স্টাফদের ওপর হামলা চালিয়ে ১৫শ লিটার ডিজেল, আট ড্রাম রং, পাম্পসহ একটি মোটর, ১৬ কেজি গ্রিজ এবং ১০ বস্তা নাট-বল্টু লুট করে নেয় ডাকাত দল।  এ সময় ডাকাতদের হামরায় ড্রেজারের কর্মী জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হন।

এম রহমান ড্রেজারের ম্যানেজার গোপীনাথ দাস এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য নেন ওই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান নিজাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোংলা নৌ পুলিশের একটি দল। পরে ডাকাতি হওয়া মালামাল নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে রাসেল (২৫) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে নৌ পুলিশ। রাসেলের বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকায় বলে জানা গেছে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে ড্রেজারে ডাকাতির ঘটনা জানতে পারেন তারা। পরে সেখানে পৌঁছে অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হন তারা। বাকি আট জন ডাকাতির মালামাল ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।