‘বিএনপি-জামায়াত বাধা দিয়েও উন্নয়ন ঠেকাতে পারেনি’

জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য (এমপি) ইকবালুর রহিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত অনেক বাধা দিয়ে এবং ষড়যন্ত্র করেও দেশের উন্নয়ন একবিন্দু ঠেকাতে পারেনি। বরং দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে।’ শনিবার সকালে দিনাজপুরে নারীদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ এবং কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। শান্তিতে আছে দেশের মানুষ। গর্ভকালীন ভাতা, মাতৃত্বকালীন, বিধবা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা দিয়ে আসছেন শেখ হাসিনা। দেশের কোনও অসহায় ও দরিদ্র  মানুষ শেখ হাসিনার সহায়তা থেকে বঞ্চিত হবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর পিছিয়ে যাওয়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের উন্নত সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দারিদ্র্য কমেছে।’

অনুষ্ঠানে দিনাজপুর মহিলা বিষয়ক অধিফতরের আয়োজনে ৮০টি নারী সংগঠনের মাঝে ২০২১-২০২২ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে এসব সংগঠনের দিনাজপুর পৌরসভার এক হাজার ৬০০ উপকারভোগীর স্বাস্থ্যসেবা জোরদার করণের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন– দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আর মুঈদ প্রমুখ।