'ডাইনোসর মরলেও ডাকঘর মরবে না, বাংলাদেশটা সোনাফলা দেশ'

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডাইনোসর যেভাবে মারা গেছে, আমার ডাকঘর মরবে না। বাংলাদেশটা আসলে সোনাফলা দেশ। আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণাধীন ডাকঘর অফিস পরিদর্শনে এসে  এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, একসময়ে চিঠিপত্র ছাড়া যোগাযোগের কোনও মাধ্যম ছিল না, এখন প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে। ডাকঘর ডিজিটাল হচ্ছে এবং প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন তালুকদার।