রাঙামাটিতে গণপরিবহন সংকটে ভোগান্তি

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা এবং দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে গণপরিবহনের সংকট রয়েছে রাস্তায়। এ জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে।

হাসপাতাল এলাকার বাসিন্দা শাহ নেওয়াজ বলেন, ‘সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়ে দেখি অটোরিকশা চলছে না। ভাড়া না বাড়ালে চালকরা গাড়ি চালাবেন না। এখন বাধ্য হয়ে পায়ে হেঁটে অফিসে যেতে হচ্ছে।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রজ্ঞাপন জারি হলে কী সিন্ধান্ত হয় সেটা দেখার পর আমরা সিন্ধান্ত নেবো।’

বিআরটিসি ছাড়া কোনও বাস শহর ছেড়ে যাচ্ছে না।

এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ায় সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাপ লক্ষ করা গেছে।