চিকিৎসক না হয়েও রোগী দেখতেন তিনি

কক্সবাজারের উখিয়ার জনবহুল পালংখালী বাজারে দীর্ঘদিন ধরে দাঁতের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির। উখিয়ার পালংখালী বাজারের হাসেম মার্কেটের দ্বিতীয় তলায় মম’স ডেন্টাল কেয়ার নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানে নিয়মিত রোগী দেখতেন এই ভুয়া দন্ত চিকিৎসক।

রবিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) বিল্লাল হোসেন।

র‌্যাব জানায়, সেবাগ্রহীতাদের অভিযোগে শুক্রবার মম’স ডেন্টাল কেয়ারে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫। সে সময় পেশাগত সনদ দেখাতে ব্যর্থ হলে হুমায়ুন কবিরকে আটক করা হয়। তিনি উপজেলার হলদিয়াপালং ইউপির ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মুসার ছেলে।

এ সময় চিকিৎসার কাজে ব্যবহৃত স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মাপার সেট, প্রেসক্রিপশন প্যাড, ভিজিটিং কার্ড, রিমার ফাইল, ফোরসেফ, নিডল হোল্ডার, কিট বক্স, এলেভেটর, টুথ মডেল-সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক হুমায়ুনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানায় র‌্যাব।