দ্রুতযান এক্সপ্রেস থেকে নামার সময় কাটা পড়ে মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রেল স্টেশনের প্ল্যাটফরমে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ অংশে এ ঘটনা  ঘটে।

খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক সারোয়ার হোসাইন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও রোড স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যুবকটির পরনে ছিল লাল রঙের শার্ট ও জিনসের প্যান্ট।  মৃত যুবকের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর জন্য রেলওয়ে পুলিশ দিনাজপুর ইউনিটের কাছে হস্তান্তর করা  হয়েছে।