বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ১০

ফেনীতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক করে তিন জনকে। এ ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপর সাড়ে ৩টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু জানান, তাদের দলীয় লোকজন শান্তশিষ্ট অবস্থায় ছিলেন, কিন্তু বিএনপি নেতকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে সরকার দলীয় লোকজন তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় তাদের কমপক্ষে ১২ জন দলীয় কর্মী আহত হয়েছেন। তাই ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে।