ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার বরুড়ায় বজ্রাঘাতে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্দিকুর রহমান ওই গ্রামের নার্সারি ব্যবসায়ী নজির মিয়ার বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক সকালে বাড়ির পাশের ধানের জমিতে কাজ করার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সিদ্দিকের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খোশবাস সবুজ ছাতা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে বরুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরুড়ার ৩ নম্বর উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন, ‘আমি শুনেছি ইলাশপুর গ্রামের সিদ্দিক মিয়া বজ্রাঘাতে মারা গেছেন। আমি তার বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।’

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘বজ্রাঘাতের পর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে আমরা তাকে মৃত ঘোষণা করি। তার শরীরের কিছু অংশ ঝলসে গেছে।’