বগুড়ায় বিএনপি সমর্থিত মেয়র ও প্যানেল মেয়র বরখাস্ত

বগুড়ার কাহালু পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আবদুল মান্নান এবং ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রবিবার (২১ আগস্ট) বরখাস্তের চিঠি পৌরসভায় পৌঁছে।

সোমবার কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা জানান, মেয়রকে বরখাস্তের চিঠি তিনি পেয়েছেন এবং প্যানেল মেয়রের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন।

চিঠি পাওয়ার বিষয়টি জানিয়ে মেয়র আবদুল মান্নান বলেন, ‘বিধি অনুসারে ২ নম্বর প্যানেল মেয়র জাহিদুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’

এদিকে, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলী।

কাহালু পৌরসভা ও স্থানীয় সূত্র জানায়, ২০২১ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত কাহালু পৌরসভার নির্বাচনে আবদুল মান্নান (ধানের শীষ প্রতীক) ৯৪৬ ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজকে (নৌকা প্রতীক) পরাজিত করে মেয়র হন। ওই বছরের ১৩ আগস্ট সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) প্রধান কার্যালয় থেকে আসা প্রতিনিধি দল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করছিলেন। সে সময় ওই এলাকায় অবস্থান করা কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত হন।

এ ঘটনায় মেয়র আবদুল মান্নানকে প্রধান আসামি এবং ১ নম্বর প্যানেল মেয়র ইউসুফ আলীসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কাহালু থানায় মামলা করেন হেলাল উদ্দিন কবিরাজ। পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটটি আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১(১) ধারা অনুযায়ী মন্ত্রণালয় মেয়র ও প্যানেল মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হলো।