‘টাকা ধার না দেওয়ায়’ যুবককে প্রকাশ্যে গুলি

কুমিল্লার সদর দক্ষিণে টাকা ধার না দেওয়ায় আব্দুল আলিম (৩০) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ আব্দুল আলিম বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা গেছে, গত দুই মাস আগে আব্দুল আলিম প্রবাস থেকে এসেছেন। অভিযুক্ত স্থানীয় যুবক রুবেল হোসেন তার কাছে টাকা ধার চান। কিন্তু সে টাকা দিতে অসম্মতি জানালে আলিমকে গুলি করে পালিয়ে যায় রুবেল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘তার পেটে গুলি লেগেছে। অবস্থা ভালো আছে। আশঙ্কাজনক কিছু হয়নি।’

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু ততক্ষণে রুবেল পালিয়ে গেছে। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত আছে। তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারেও পুলিশ কাজ করছে।’