বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশিতা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আয়ান (৫) নামে আরেক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল তারা।

মৃত ঈশিতা উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের ইলিয়াস মুন্সির মেয়ে। সে মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আহত আয়ান একই বাড়ির বিল্লাল মুন্সির ছেলে। তারা চাচাতো ভাইবোন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই চাচাতো ভাইবোন বাড়ির ছাদে খেলছিল। সে সময় তারা একটি লোহার পাইপ দিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এতে দুজনের শরীরের অধিকাংশ স্থান পুড়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈশিতা মারা যায়।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘কিছুক্ষণ আগে ঘটনাটি জানলাম। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।’