রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি আব্দুলপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ট্রেনটি রবিবার বিকাল ৪টায় রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ ঘটনায় কারও অবহেলা রয়েছে কিনা? তা খতিয়ে দেখতে এরই মধ্যে রেলের পরিবহন কর্মকর্তা (পাকশি) আনোয়ার হোসেনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটির উদ্ধার কাজ শেষ হবে। অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঢাকায় নিয়ে যেতে কাজ চলছে। আর এ ঘটনায় কারও অবহেলা রয়েছে কিনা? তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও অবহেলা উঠে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।