চট্টগ্রামে কমছে গণপরিবহনের ভাড়া

তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর গণপরিবহনে ভাড়া কমানোর চিন্তা করছেন চট্টগ্রাম নগরীতে চলাচল করা গণপরিবহনের মালিকরা। ইতোমধ্যে হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলরত দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাস ভাড়া পাঁচ টাকা কমানো হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে ওই রুটে ৪৫ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার তেলের দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে। এ কারণে আমরাও হাটহাজারী থেকে নিউমার্কেট পর্যন্ত চলাচলকারী যাত্রীদের কথা চিন্তা করে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। নতুন নির্ধারিত ভাড়া আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘সরকার যদি গণপরিবহনের ভাড়া কমিয়ে পুনর্নির্ধারণ করে তাতে আমাদের কোনও আপত্তি থাকবে না। নগরীর গণপরিবহনে এখনও ভাড়া কমানো হয়নি। তবে আমরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবো।’

তিনি আরও বলেন, ‘গণপরিবহনে কী পরিমাণ ভাড়া কমানো হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তেলের দাম যখন লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছিল তখন ভাড়া বেড়েছে কিলোমিটারে ৩৫ পয়সা করে। এখন পাঁচ টাকা কমানো হয়েছে। ভাড়াও এই পরিমাণ কমবে।’

এদিকে, গণপরিবহনগুলোতে ভাড়া না কমায় যাত্রীদের সঙ্গে চালক-হেলপারদের কথাকাটাকাটির ঘটনা ঘটছে। রাশেদ হোসেন নামে নগরীর ওয়াসা এলাকার বাসিন্দা বলেন, ‘তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে গণপরিবহনে ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিক-শ্রমিকরা। তেলের দাম কমার পরও ভাড়া কমানো হচ্ছে না। যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করায় গাড়িগুলোতে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটছে।’