ছাত্রদল নেতাকে গুলি করার অভিযোগ, ৬ পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে এক বছর আগে এক ছাত্রদল নেতাকে গুলি করে পঙ্গু করার অভিযোগে ছয় পুলিশ এবং এক সোর্সসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে এ মামলা দায়ের করা হয়।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন বার্মা কলোনির নুরুল আমিনের স্ত্রী ছেনোয়ারা বেগম (৫০)  বাদী হয়ে এ  মামলার দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার সাবেক ওসি মো. কামরুজ্জামান, বায়েজিদ থানার সাবেক এসআই মেহের অসীম দাশ, মো. সাইফুল ইসলাম, মো. রবিউল হোসেন, কেএম নাজিবুল ইসলাম তানভীর, নুর নবী ও মো. শাহজাহান ওরফে থানার সোর্স আকাশকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। 

বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০২১ সালের ১৬ জুন রাত সাড়ে ৯টায় নগরীর অক্সিজেন মোড়ের হোটেল জামান থেকে বাদীর ছেলে সাইফুল ইসলামকে (৩০) পুলিশ ধরে নিয়ে যায়। এরপর পুলিশ তার চোখ বেঁধে দুই ঘণ্টা বিভিন্ন সড়কে নিয়ে ঘোরায়। এরপর বায়েজিদ লিংক রোডে নিয়ে গিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিলে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে। টাকা না দেওয়াতে তার পায়ে গুলি করে। এ কারণে তার এক পা হাসপাতালে কেটে ফেলতে হয়।’

মামলার বাদী ছেনোয়ারা বেগম বলেন, ‘বায়েজিদ থানার সোর্স আকাশ আমার ছেলে সাইফুল তথা আমার পুরো পরিবার তছনছ করে দিয়েছে। সে আমার ছেলেকে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমার ছেলেকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচার চেয়ে এ মামলা করেছি। তাদের শাস্তি চাই।’

জানা গেছে, বাদীর ছেলে সাইফুল নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।