সাভারে ঝুটের গুদামে আগুন

ঢাকার সাভারে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার গভীর রাতে ব্যাংকটাউন এলাকার এক ব্যক্তির গুদামে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে পুরো গুদামে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আগুন নেভাতে তাদের সময় লেগেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাতে পারেনি।