পৌরসভায় ‘অডিটে’ এসেছিলেন তারা

ঢাকা থেকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার অডিট করতে আসেন দুই সহযোগীসহ অডিট কর্মকর্তা। অডিটের জন্য তাদের দাবি, পাঁচ লাখ টাকা। ইতোমধ্যে খাওয়া খরচ বাবদ নিয়েছেন ১০ হাজার। কিন্তু তাদের কথাবার্তা সন্দেহ হওয়ায় পৌর মেয়র গোপনে ফোন দেন ঢাকা অডিট বিভাগে। জানতে পারেন, কোনও অডিট টিম পাঠানো হয়নি। এরপর মেয়র পুলিশে সোপর্দ করেন ওই তিন জনকে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ওই তিন প্রতারককে আটক করে পুলিশ।

আটক ভুয়া অডিট কর্মকর্তা পাশের লালপুর উপজেলার চকনাজিরপুর এলাকার রহিমের ছেলে এসএম ইউনুস আলী। আর তার সহযোগীরা হলেন– একই এলাকার মোকাদ্দেছের ছেলে সুমন আলী এবং রাজশাহীর নওহাটা বাকশারা গ্রামের জাফরের ছেলে শামীম পারভেজ রবি। এ সময় তাদের ব্যবহৃত কারটি জব্দ করে পুলিশ।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই টিম গত ৩ সেপ্টেম্বর থেকে গুরুদাসপুর পৌরসভায় অডিট করছিল। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।