ইঞ্জিন থেকে ধোঁয়া ওঠার ২ ঘণ্টা পর ছেড়ে গেলো ট্রেন

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া ওঠার প্রায় দুই ঘণ্টা ১০ মিনিট পর সেটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া উঠতে দেখা গেলে কর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণ করেন। পরে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন আসে। সেটি যুক্ত করা হলে ১২টা ৪০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ধোঁয়া ওঠা ইঞ্জিনের বয়স ৪৫ বছর। সেটির ট্র্যাকশন মোটরে ইনসুলেশনের মাত্রা কমে যাওয়ায় ওই ঘটনা ঘটে।