বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

চট্টগ্রামে বেশি দামে গ্যাস সিলিন্ডার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ষোলোশহর ও চাঁন্দগাও থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, নগরীর ষোলোশহর  এলাকায় অবস্থিত তিনটি দোকানকে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে জিহান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা,  নাহার কিচেন অ্যাপ্লাইয়েন্সকে ১০ হাজার টাকা ও সজীব এন্টারপ্রাইজকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং সংরক্ষণ করায় চাঁন্দগাও এলাকার দোলন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

একই এলাকায় অবস্থিত আইডিয়াল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং সংরক্ষণ করায় ছয় হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানে নেতৃ‌ত্বে দেন– জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।