সকালে ব্যাংকে এসে দেখা গেলো মৃত অবস্থায় পড়ে আছেন শামীম

বিয়ের মাত্র ১০ দিনের মাথায় অগ্রণী ব্যাংক রংপুরের প্রধান শাখার অভ্যন্তর থেকে নাইট গার্ড শামীমের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের ভেতরে সোফায় শোয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শামীমের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার নাসিরাবাদ গ্রামে।

শামীমের বড় ভাই শরিফুল ইসলাম জানান, মাত্র ১০ দিন আগে তার ভাইয়ের বিয়ে হয়েছিল। প্রায় দেড় বছর আগে নাইট গার্ডের চাকরি নিয়ে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় যোগ দেন শামীম। প্রতিদিন সন্ধ্যায় তিনি ব্যাংকে আসতেন আর সকালে চলে যেতেন।

মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি করে শরিফুল বলেন, ‘টগবগে যুবক কেন মারা গেলো? এ মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ 

এ বিষয়ে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপক আরিফুল জানান, সকালে ব্যাংক খুলতে এসে দেখা যায় নাইট গার্ড শামীম ভেতরে সোফার উপরে মরে পড়ে আছে। তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উৎপল জানান, শামীমের মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করা যাবে।

কোতয়ালি থানার এসআই আসিফ একই কথা জানিয়ে বলেন, ‘আমরা লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হচ্ছে।