ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন

রাজশাহীতে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে মহব্বত আলী (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মহব্বত আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মহব্বত আলী রাজশাহীর মোহনপুর উপজেলার গোপাইল গ্রামের শুকুর আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা জানান, ২০১৫ সালের ৪ অক্টোবর বিকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে গাছ থেকে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে একটি বাগানে নিয়ে মহব্বত ধর্ষণ করে। পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি যায়। এরপর পরিবারের সদস্যরা জানতে চাইলে ঘটনার বর্ণনা দেয় সে।

এ ঘটনায় মহব্বত আলীকে আসামি করে ওই রাতেই মোহনপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।