মুহুরী নদীর বাঁধের দুটি স্থানে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর দুটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে প্রবল গতিতে লোকালয়ে পানি ঢুকছে। তলিয়ে গেছে আমন ক্ষেত আর মাছের ঘের।

সোমবার সকালে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর এবং উত্তর দৌলতপুর গ্রামের মুহুরী নদীর দুটি স্থানে ভাঙন দেখা দেয়।

এ বছরের দ্বিতীয় দফায় বাঁধের এ ভাঙনে প্লাবিত হচ্ছে লোকালয়। এর গত কয়েক মাস আগে চারটি স্থানে ভাঙন দেখা দেয়। এ ছাড়া গতরাতে ফুলগাজী বাজারে পানি উঠলে দোকানপাটের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুহুরী নদীর পানি বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, ‘এখন পর্যন্ত বাঁধের দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমাদের লোকজন কাজ করছে। সর্বশেষ ১৬ ঘণ্টায় বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি সংস্কার করার কাজের প্রস্তুতি চলছে।’