৯ ঘণ্টা পর আবার উদ্ধার অভিযান শুরু

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নয় ঘণ্টা বিরতির পর ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ডুবুরি ইউনিট। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার রাত ১০টার দিকে আলো স্বল্পতার কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তুষার কান্তি রায় বলেন, ‘আলো স্বল্পতার কারণে রবিবার রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আজ (সোমবার) আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে। রাজশাহী থেকে আসা ছয় সদস্যের একটি ডুবুরি ইউনিটসহ মোট তিনটি ইউনিট উদ্ধার অভিযানে রয়েছে।’

উদ্ধার অভিযানের সীমা কতটুকু হবে? এমন প্রশ্নে স্টেশন অফিসার বলেন, ‘আমরা আপাতত ঘটনাস্থল থেকে ভাটির দিকে পাঁচ কিলোমিটার পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরুর পরিকল্পনা রেখেছি। তবে পরিস্থিতি বুঝে উদ্ধার অভিযানের গতিপ্রকৃতি ঠিক করা হবে।’

এদিকে নৌকাডুবির ঘটনায় জরুরি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, রাতে অভিযান বন্ধের সময় ২৫টি উদ্ধার করা হয়েছিল। এরপর রাতে আর কোনও মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি। সকালে আরও চার জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।