নৌকাডুবি: তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কমিটি

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থীদের বহনকারী নৌকাডুবির ঘটনা তদন্তে কাজ শুরু করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। রবিবার তদন্ত কমিটি গঠনের পর থেকে প্রাথমিকভাবে কমিটি কাজ শুরু করে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর রায়।

আরও পড়ুন: নৌকাডুবির দায় কার?

এর আগে রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বাড়েয়া বামনহাট ইউনিয়নে করতোয়া নদীতে এ নৌকাডুবির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসন।

আরও পড়ুন: ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী ছিল নৌকায়, নদীর পাড়ে আহাজারি

তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় সোমবার সকালে বলেন, ‘আমরা গতকালই প্রাথমিক তদন্ত শুরু করেছি। আজ  আবারও ঘটনা তদন্তে কাজ শুরু করছি।’

এদিকে, নৌকাডুবির ঘটনায় গতকাল ২৫ এবং সোমবার সকালে এক শিশুসহ আরও ৫ মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত দুই দিনে ৩০ মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট।

আরও পড়ুন: নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার, ধর্মসভায় যাচ্ছিলেন তারা