মাগুরায় ৬৯০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

মাগুরায় চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপগুলোতে এখন চলছে রঙতুলির কাজ। দুর্গোৎসবকে ঘিরে  কেনাকাটা করতে শহরের মার্কেটগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের মানুষদের ব্যাপক ভিড় দেখা গেছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত জানান, করোনা মহামারির কারণে গত তিন বছর পূজা তেমনভাবে উদযাপন করা যায়নি। এবার মাগুরা জেলায় ৬৯০টি মণ্ডপে হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব। নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ শেষ করতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এবার সদরে পৌরসভাসহ ২৫৪টি, শ্রীপুরে ১৫০টি, মহম্মদপুরে ১২৫টি ও শালিখায় ১৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, মার্কেটগুলোতে এবার কেনাকাটার দৃশ্য দেখলেই অনুমান করা যায় এবারের শারদীয় উৎসব আনন্দময় হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করবেন। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-আনসার সদস্যের পাশাপাশি অতিরিক্ত স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।  পূজার পাশাপাশি মণ্ডপ সংলগ্ন এলাকায় চলবে মেলা।