X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরা প্রতিনিধি 
১৩ মে ২০২৫, ১৮:০৪আপডেট : ১৩ মে ২০২৫, ১৮:১২

মাগুরার আলোচিত সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৭ মে এ মামলার রায় ঘোষণা করবেন বিচারক। মঙ্গলবার (১৩ মে) মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুল ইসলাম।

মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজীকে। তিনিও মঙ্গলবার শুনানিতে অংশ নেন। শুনানি শেষে এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘আলোচিত এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন নির্ধারণ করেছেন আদালত।’

আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তার আদালতে উপস্থাপিত মৌখিক ও দালিলিক প্রমাণ আইনের ৩ ধারায় সব অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। নিহত শিশুটির বোনের শ্বশুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চিকিৎসা সংক্রান্ত প্রমাণ এবং পরিস্থিতিগত প্রমাণ তুলনা করলে দেখা যায়, আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ 

তিনি বলেন, ‘আমরা আদালতকে বলেছি, একটি শিশুর সঙ্গে যে নিষ্ঠুর, অমানবিক আচরণ করা হয়েছে, যা সাক্ষ্য এবং চিকিৎসা সংক্রান্ত প্রমাণে পেয়েছি, তা উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে আর কোনও নারী-শিশুর সঙ্গে দ্বিতীয়বারের মতো এমন ভুল করা যাবে না। তাই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রধান আসামি আদালতে জবানবন্দিতে স্পষ্টভাবে বলেছে, কীভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং তাকে হত্যা করেছে। কাজেই মামলার আসামিদের করুণা পাওয়ার কোনও সুযোগ নেই। আমরা আদালতে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি। আশা করা যায়, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন।’

আদালত সূত্রে জানা যায়, মামলায় বাদী, সাক্ষী, মেডিক্যাল পরীক্ষক এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ২৯ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের শনাক্ত করা ও তাদের বক্তব্যও শুনেছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ১৭ মে নির্ধারণ করেন বিচারক। এদিন আসামিরা আদালতে উপস্থিত ছিল।

গত ২৭ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলেছে। আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি হয়। মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়।

এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। গত ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, শিশুটি বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
লিফটে নামতে ‘বাধা’, ১৭ মিনিট পর এজলাস ছাড়লেন মমতাজ
আইভীকে গ্রেফতার করে নেওয়ার পথে গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ ২৫২ জনের বিরুদ্ধে মামলা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রদল নেতাকর্মীর
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার