কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি

এখনও খোঁজ মেলেনি কর্ণফুলী নদীতে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহারের (৬২)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় চট্টগ্রামের কর্ণফুলীর সদরঘাট এলাকায় সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ ব্যবসায়ী বাহারুল আলম মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাহারুল ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এসেছিলেন ইছানগরের বাড়িতে যাওয়ার জন্য। সেখানে সাম্পানে উঠতে গিয়ে তিনি পা পিছলে নদীতে পড়ে যান। তিনি স্রোতে তলিয়ে লাইটার জাহাজের নিচে ঢুকে যান বলে স্বজনরা জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেও তল্লাশি অভিযান চালানো হয়। শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ তল্লাশি পরিচালনা করে। আমরা চেষ্টা চালাচ্ছি।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ মো. মানিক মিয়ার নেতৃত্ব কর্ণফুলী নদীতে এ তল্লাশি অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছি। কাউকে পাওয়া যায়নি।’