অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশু নিহত 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশরাত জাহান তায়বা (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন।
বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সাগরনাল ইউনিয়নের (বেইলি ব্রিজ) উত্তর বড়ডহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইশরাত ফুলতলা ইউনিয়নের বিরইনতলা এলাকার দুধু মিয়ার মেয়ে।
আহতরা হলেন- নিহত শিশুর মা সামিয়া বেগম ও বাবা দুধু মিয়া, সিএনজিচালক হোসেন আহমদ (২২), মোটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)। 
আহতরা জুড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক  চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকার শ্বশুরবাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইশরাত জাহান তায়বার ঘটনাস্থলে মৃত্যু হয়। 
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‌‌`সিএনজি অটোরিকশা উল্টে শিশু ইশরাত নিহত হয়। পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'