ট্রাককে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে গেলো ট্রেন

রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক এবং ট্রাকের চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি পাংশা স্টেশনের আগে সত্যজিৎপুর এলাকায় পৌঁছালে খোয়াভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। ট্রেনটি ট্রাককে ঠেলে অনেক দূর নিয়ে যাওয়ায় সেটি দুমড়ে-মুচড়ে যায়।

সাটল ট্রেনের গার্ড রেজাউল করিম জানান, এই রেলগেটটির অনুমোদন নেই। চালক ট্রেন চলার সময় অনেক বার হর্ন দেন, কিন্তু ট্রাকের চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি। রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেন চলে আসে এবং ট্রাকটিকে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে যায়। ট্রাকের সঙ্গে ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের কিছুটা ক্ষতি হয়েছে। রেললাইন থেকে ট্রাকটিকে সরিয়ে নিতে ট্রেন চলাচল একঘণ্টা বন্ধ ছিল।