বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩১ মেট্রিক টন ৯শ’ কেজি ভেজাল গুড় এবং ৮ মেট্রিক টন ভেজাল চিনির সিরাপ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়। শনিবার দিনগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত চলে এই অভিযান।

এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩১ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়। নিয়মিত বাজার তদারকির এই অভিযানে সহায়তা করেন নাটোর র‌্যাব সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি বাজার এলাকার উজির গুড় ভান্ডারকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৫০ হাজার টাকা, একই বাজারের হারুন গুড় ভান্ডারকে ১০ হাজার টাকা, পাশের সোনালি গুড় ভান্ডারকে ১০ হাজার টাকা, খন্দকার মালঞ্চি বাজারের বিষু গুড় ভান্ডারকে ১১ হাজার ৯শ’ টাকা, বড়বাঘা বাজারের সোহাগ গুড় ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানগুলো থেকে জব্দ করা ভেজাল গুড় ও চিনির সিরাপ ছাড়াও ২৪ কেজি কেজি চুন, ৭.৫ কেজি ফিটকিরি, হাফ কেজি রঙ ও ২ কেজি সোডা ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।