নিত্যপণ্যের দাম বেশি নেওয়ায় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সে সময় মেসার্স আশাদুল স্টোর নামে একটি প্রতিষ্ঠানে তদারকিতে ২৩ দিন আগের ৭৮ টাকা কেজি দরে কেনা চিনি সরকার নির্ধারিত দামের অতিরিক্ত ১০০ টাকা দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিক্রির উদ্দেশ্য সংরক্ষিত প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। নিত্যদিনের মূল্য তালিকাও প্রদর্শন করা নেই। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সবাইকে সরকার নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।