রাতে গাছচাপায় ঘরে মা-মেয়ের মৃত্যু, সকালে উদ্ধার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্ণিঝড় সিত্রংয়ের প্রভাবে বৃষ্টি ও প্রবল বাতাসে গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। লৌহজং থানার ওসি আব্দুল্লা আল তায়েবীর জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মা আসমা বেগম আশু (২৮) এবং মেয়ে সুরাইয়ার (৩) লাশ মঙ্গলবার সকালে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে এবং ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে জেলার লৌহজং উপজেলার সবখানে। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কনকসার গ্রামে ঝড়ে গাছ ভেঙে টিনের তৈরি ঘরের ওপর পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নিচে চাপা পড়ে ওই পরিবারের সদস্যরা নিহত হন। পরে আজ সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নিচে ওই পরিবারের সদস্যদের দেখতে পান। এ সময় মুসল্লিদের সঙ্গে স্থানীয়রা দুজনের লাশ উদ্ধার করেন। জীবিত অবস্থায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করা হয়।

ওসি জানান, মৃতদের লাশ পারিবারিক কবরস্থান দাফনের প্রক্রিয়া চলছে।