বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিটের অভিযোগ

সত্তর বছরের বেশি বয়সী এক বৃদ্ধাকে অপবাদ দিয়ে গাছে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে বখাটে যুবকদের বিরুদ্ধে। মঙ্গলবার নাটোরের গুরুদাসপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুরুদাসপুরের একটি গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন বিধবা ওই নারী। তার চার মেয়েরই বিয়ে হয়েছে। মেজো মেয়ে স্বামী-সন্তানসহ তার বাড়িতেই থাকেন। মঙ্গলবার রাতে জামাইসহ ওই বৃদ্ধাকে ঘরে আটকে রাখে এলাকার ৮-১০ জন যুবক। তারা অপবাদ দেয়, বৃদ্ধার সঙ্গে জামাইয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ অপবাদ শুনে ওই বৃদ্ধা নিজ ঘরে আত্মহত্যা করতে গেলে তাকে ধরে আনে কয়েকজন যুবক। এরপর দুজনকেই বড় দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। খবর পেয়ে পুলিশ জামাইসহ ওই বৃদ্ধাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর ২৯০ ধারায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাদের কোর্টে চালান দেওয়া হয়।

ভুক্তভোগী ওই বৃদ্ধার দাবি, জামাইয়ের কাছ থেকে তিনি জ্বরের ওষুধ নিতে ঘরে যান। সে সময় তাদের ধরে ওই অপবাদ দেওয়া হয়। তাকে পাশের পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবক উজ্জ্বল জানায়, সে ছাড়াও ওই সময় তার সঙ্গে একই এলাকার রতন, সোহাগ, আজাদুলসহ ৮-১০ জন যুবক ছিল।

উজ্জ্বল আরও জানায়, অবৈধ সম্পর্কের কথা জানার পর ওই বৃদ্ধা ও তার জামাইকে আটকায় তারা। এক পর্যায়ে ওই বৃদ্ধা ঘরে গিয়ে গলায় ফাঁস দিলে তারা দুই-তিন জন তাকে বাইরে নিয়ে আসেন। তবে তাদের কোনও নির্যাতন করা হয়নি দাবি করে সে জানায়, ওই বৃদ্ধা নিজেই পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

এ বিষয়ে স্থানীয় গ্রামপুলিশ সাইফুল ইসলাম জানান, ওই বৃদ্ধা বা তার জামাইসহ পরিবারের সবাই খুব ভালো মানুষ। তাদের বিষয়ে এ ধরনের কোনও কথা তারা কখনও শোনেননি।

স্থানীয় ইউপি মেম্বর গোলাম হোসেন জানান, ওই যুবকরা সংঘবদ্ধ। তাদের বিরুদ্ধে এলাকায় পুকুর কেটে মাটি বিক্রি, সরকারি জলাশয়ের মাছ বিক্রি, লোকজনের কাছ থেকে টাকা নিয়ে না দেওয়ার অনেক অভিযোগ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি স্থানীয়দের কাছে শুনেছেন, গত বছর ওই জামাই এলাকায় কলাইয়ের রুটি বিক্রির দোকান দিলে ওই যুবকদের মধ্যে একজনের সঙ্গে তর্কাতর্কি হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে অথবা অন্য কোনও উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃদ্ধা ও তার জামাইয়ের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা করেছে।

মামলার আইও এসআই ইমরান জানান, গ্রেফতার দুই জনকে কোর্টে চালান দেওয়া হয়েছে।