এবার চা বিক্রেতাকে পিটিয়ে আহত করলো পুলিশ

পুলিশসাভারে সুদের টাকা পরিশোধ করতে না পারায় বেলাল হোসেন নামের এক চা বিক্রেতাকে পিটিয়ে আহত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সদস্য। সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় বুধবার এ ঘটনা ঘটে।
আহত চা বিক্রেতার দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুনিপুর গ্রামের বাসিন্দা। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে গেণ্ডা এলাকার ব্যবসায়ী ইরন মিয়ার বাড়িতে ভাড়া থেকে একটি দোকানে চা বিক্রি করেন।
স্থানীয়রা ও আহত চা বিক্রেতা বেলাল হোসেন জানান,সাভারের গেণ্ডা এলাকায় ছাপড়া মসজিদের পাশে তিনি চা বিক্রি করেন। গত কয়েক মাস আগে ওই এলাকায় বসবাসরত ডিএমপির পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের কাছ থেকে সাত হাজার টাকা সুদ দেওয়ার শর্তে ঋণ নেন তিনি। সাত হাজার টাকায় মাসে এক হাজার টাকা করে লাভ দিতে হয় তাকে।
বুধবার সকালে ওই পুলিশ কনস্টেবল সুদের টাকার জন্য চাপ দেন চা বিক্রেতা বেলালকে। এসময় তিনি টাকা দিতে কয়েকদিন দেরি হবে বলে জানালে মিজানুর ক্ষিপ্ত হয়ে চা বিক্রেতাকে পিটিয়ে আহত করেন। পরে ওই চা বিক্রেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর থেকে আতঙ্কে ওই চা বিক্রেতা চায়ের দোকান বন্ধ রেখেছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার সহাকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন,চা বিক্রেতাকে পিটিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/এফএস/