নাটোরে ঘুড়ি উৎসব ও যাত্রাপালা

‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হয়ে গেলো ঘুড়ি উৎসব। বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি উৎসব ছাড়াও সেখানে দুই দিনব্যাপী যাত্রাপালার উদ্বোধন করা হয়।

শুক্রবার বিকালে বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

থিয়েটারের সভাপতি মাহবুর হোসেনের সভাপতিত্বে ওই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘুড়ি উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুল।

ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলএ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ও উপজেলা প্রেস ক্লাবের সংগঠনিক সম্পাদক এম খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনসহ শতাধিক ঘুড়িপ্রেমিক অংশগ্রহণ করেন।

এ ছাড়া স্থানীয় যাত্রাপালা সংগঠন যাত্রাপালা প্রদর্শন করে। শনিবার মধ্যরাতে শেষ হবে যাত্রাপালা অনুষ্ঠান।