বরিশালে বিএনপির সমাবেশের আগে এবার থ্রি-হুইলার ধর্মঘটের ডাক

বরিশাল জেলায় থ্রি-হুইলার নির্বিঘ্নে চলাচলসহ পাঁচ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে আলফা-সিএনজি-ইজিবাইক শ্রমিক ও মালিক সমিতি। রবিবার রাতে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। পরিমল থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নেরও সাধারণ সম্পাদক।

বিএনপির সমাবেশের আগে বরিশালে বাস ধর্মঘট

পরিমল বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে থ্রি-হুইলার গাড়ি চলাচলে তারা পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু কোনোভাবেই তাদের দাবি মানা হচ্ছে না। দাবি বাস্তবায়নে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল জেলায় সব ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।’

তাদের পাঁচ দাবির মধ্যে রয়েছে– বাসমালিক ও শ্রমিক কর্তৃক থ্রি-হুইলার চালকদের নির্যাতন বন্ধ, সহজ শর্তে থ্রি-হুইলার চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান।

আগামী ৪ ও ৫ নভেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে এ ধর্মঘট কিনা, জানতে চাইলে পরিমল বলেন, ‘সেটি রাজনৈতিক ব্যাপার। এখানে কোনও রাজনৈতিক ব্যাপার নেই। ব্যবসায়ী হিসেবে আমাদের দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিক এক হয়ে যৌথসভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণার বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, ‘এটা তো নতুন কিছু নয়। দেশের যেসব জায়গায় গণসমাবেশ হয়েছে সেসব স্থানে এভাবে সরকার থেকে হরতালের ডাকা হয়। কিন্তু কোনও স্থানেই গণসমাবেশে নেতাকর্মী ও সাধারণ জনগণকে আটকাতে পারেনি। যেকোনও উপায়ে ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে।’

প্রসঙ্গত, এর আগে বিভিন্ন দাবি আদায়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আগামী ৪ ও ৫ নভেম্বর দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিক গ্রুপ।