টাঙ্গাইলে ৩ ইউপিতে ভোট চলছে

টাঙ্গাইলে তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

জানা যায়, গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ২৬ হাজার ৩৪৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি। এ ছাড়াও ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং মধুপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে মোট ১৮৩ জন পুলিশ এবং ১৭৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। অপরদিকে পুলিশ, আনসার এবং র‌্যাবের স্ট্রাইকিং টিমও মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং  চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।