অটোরিকশায় বাসের ধাক্কা: স্বামী নিহত, স্ত্রী-সন্তান আহত

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় কেরামত হোসেন (৪৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত এবং তার স্ত্রী, ছেলেসহ তিন জন আহত হয়েছেন। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে উপজেলার লিচুতলা এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কেরামত হোসেন মাদারীপুর জেলার বাসিন্দা। তিনি বগুড়ার মাঝিড়া সেনানিবাসের কর্মচারী (সিভিল স্টাফ)। পরিবার নিয়ে মাঝিড়া এলাকায় বসবাস করেন কেরামত। শুক্রবার রাত ৯টার দিকে তিনি শাজাহানপুরের বনানী এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় স্ত্রী মিনারা বেগম (৩০) ও ছেলে মুনতাসীর মাহিরকে (১৬) নিয়ে মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। অটোরিকশায় মাঝিড়া এলাকার হাসান (২৫) নামে অপর একজন ছিলেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি লিচুতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে পৌঁছলে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে সবাই আহত হন। স্থানীয়রা চালকসহ পাঁচ জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক কেরামত হোসেনকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।