চট্টগ্রামে তিন মাস পর করোনায় একজনের মৃত্যু

চট্টগ্রামে সর্বশেষ চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিন মাস ২৩ দিন পর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হলো। এর আগে গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর ৮টি ল্যাবে ৬৬ জনের করোনা পরীক্ষায় তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের একজন নগরীর এবং  দুজন জেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় এক লাখ ২৯ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মহানগরে ৯৪ হাজার ৪১৮ জন এবং উপজেলার ৩৫ হাজার ৭৪ জন রয়েছেন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন এক হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে মহানগরে ৭৩৭ জন এবং জেলায় ৬৩৯ জন রয়েছেন।’