পাটের গুদামে আগুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুরে লাগা এ আগুন প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী আব্দুল খালেক মোল্লা দাবি করেন, ওই গুদামে প্রায় এক কোটি ৫ লাখ টাকার ৩ হাজার ১শ’ মণ পাট মজুত ছিল। এই ঘটনায় তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে প্রায় ৬-৮ লাখ টাকার পাট পুড়ে যাওয়ার কথা প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

জানা গেছে, সোমবার দুপুরে গুদাম ঘর বন্ধ করে জোহরের নামাজ পড়তে যান আব্দুল খালেক। এর কিছুক্ষণ পরই ওই গুদামে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ায় সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই গুদামের পাশেই জনৈক আব্দুল হালিম মুন্সীর গুদামে ওয়েল্ডিং কাজ চলছিল। ওই ওয়েল্ডিংয়ের আগুন ছিটে আগুনের সূত্রপাত হতে পারে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সন্ধ্যার নেভানোর কাজ চলছে। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।