ঘরের জানালায় ঝুলছিল পোশাকশ্রমিকের মরদেহ, স্বামী আটক

গাজীপুরে পোশাকশ্রমিক সুমী আক্তারের (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে মহানগরের কোনাবাড়ির বাইমাল এলাকার ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমী আক্তার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভুনাবাড়ি গ্রামের আজাহার আলীর মেয়ে। তার স্বামী জাহিদুল ইসলাম পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা সাহাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পোশাকশ্রমিক সুমী স্বামীর সঙ্গে কোনাবাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী জানিয়েছে, গত রাত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। সকালে তার স্বামী ঘুম থেকে উঠে সুমীকে গলায় রশি পেঁচিয়ে জানালার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে তার গলার রশি কেটে তাকে ঘরের মেঝেতে রাখেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।