অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ প্রসাধনী এবং মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা শহরের চ্যাংখালী রোড এবং বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় তরফদার নিউ মার্কেটের মেসার্স গাজী স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মেসার্স সাজঘর নামে কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ ও মূল্য বিহীন নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকস জব্দ করা হয়। এসব প্রসাধনী বিক্রির অপরাধে মালিক আশরাফুল আলমকে ৫১ ও ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অবৈধ পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।