বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ ফাতেমা আক্তারকে (২০) হত্যার দায়ে তার স্বামী মইন উদ্দিন ওরফে মহিনকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মইন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপ রহমানের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী মইন ও স্ত্রী ফাতেমা আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। ২০০৫ সালের ৩১ আগস্ট জেলা শহরের মাইজদী মাস্টারপাড়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে মইন ফাতেমাকে বেগমগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। পরে তাকে হত্যা করে বেগমগঞ্জ উপজেলার গাওয়া এলাকা সংলগ্ন একটি মসজিদের ডোবায় ফেলে রাখে। দুই দিন ধরে মেয়ের কোনও খোঁজ না পেয়ে বাবা ইব্রাহিম মিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। ২ সেপ্টেম্বর ইব্রাহিম মিয়া বেগমগঞ্জ উপজেলার একটি মসজিদের ডোবায় মেয়ের লাশ শনাক্ত করেন। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মইনসহ ১০ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৭ বছর পর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলায় আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এমদাদ হোসেন কৈশোর বলেন, ‘মইন উদ্দিন ১৬৪ ধারায় আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আদালত শুনানি শেষে তাকে এ দণ্ড দিয়েছেন। এ ছাড়াও বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।’

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোল্লা হাবিবুর রাসুল মামুন।