দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলছে

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্রেনটিকে সচল করার পর এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরের শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করে কিছুদূর (আউটার সিগন্যাল) যাওয়ার পরই সকাল সাড়ে ৬টায় ওই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি। দুই মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি আবার গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রীপুর স্টেশনের দক্ষিণের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।