হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন

মিনি পিকআপে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল ৬শ’ গ্রাম হেরোইন। ওই হেরোইন উদ্ধারের ঘটনায় মামলায় বাহক মাইনুল হককে (৪৪) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে।

নাটোর পুলিশের কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বড়াইগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে ২০২১ সালের ১৭ এপ্রিল রাত ১২টা ১০ মিনিটে বড়াইগ্রামের মানিকপুর এলাকায় বনপাড়া-হাটীকুমড়ুল মহাসড়কে চেকপোস্ট বসান। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী মিনি পিকআপে তল্লাশি করা হয়। ওই সময় আসামির কাছ থেকে ৬শ’ গ্রাম হেরোনাইন জব্দ করা হয়। ওই ঘটনায় মামলা হলে একই বছরের ১৮ মে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।