যৌন নির্যাতনে অভিযুক্ত গৃহশিক্ষকের ৮ বছর কারাদণ্ড

রাঙামাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গৃহশিক্ষক রণজিত পটোয়ারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়, প্রাইভেট শিক্ষক হওয়ার সূত্রে প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় ভিকটিমকে যৌন নিপীড়ন করেছে। বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় শান্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘একজন গৃহশিক্ষকের কাছে যদি শিক্ষার্থী নিরাপদ না থাকে তাহলে বাবা-মা কীভাবে তাদের কাছে পড়ানোর জন্য দেবেন। এই রায়ের ফলে সমাজে এই ধরনের অপরাধ কমে আসবে।’

উল্লেখ্য, রাঙামাটি কোতয়ালি থানায় ২০২১ সালে ১২ জুন মামলাটি দায়ের করা হয়েছিল।