X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে বহিষ্কার 

দিনাজপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫৮

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত দুটি আলাদা চিঠি দিয়ে দুই শিক্ষার্থীকে বিষয়টি জানানো হয়েছে। দুটি চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর)। শুক্রবার থেকে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের প্রবেশ না করার জন্য বলা হয়। 

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগ। 

দুটি বিজ্ঞপ্তির একটিতে বলা হয়, গত ২ আগস্ট ক্যাম্পাসের ভেতরে ১০তলা ভবনের সামনে এবং বিভিন্ন সময়ে অন্যান্য স্থানে যৌন নির্যাতনের ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর অভিযোগ ‌‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির’ তদন্তে প্রমাণিত হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে এই অপরাধের দায়ে রিফুজার রহমান রনিকে একাডেমিক কার্যক্রম থেকে এক বছর ও আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ আগস্ট টিএসসির সামনে আর্কিটেকচার বিভাগের এক ছাত্রীর অভিযোগ অভিযোগ ‘যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির’ তদন্তে প্রমাণিত হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে এই অপরাধের দায়ে সাখাওয়াত হোসেন সোহাগকে একাডেমিক কার্যক্রম থেকে এক বছর ও আবাসিক হল হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যদি কেউ শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকে তাহলে তাদের ক্ষেত্রেও এই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৪ তৃণমূল নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বশেষ খবর
জামিন পেলেন পি কে হালদারের দুই সহযোগী
জামিন পেলেন পি কে হালদারের দুই সহযোগী
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হতে আগ্রহী মালান  
বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ হতে আগ্রহী মালান  
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা