পাচারকালে মিয়ানমারের গরুর পাল আটক

মিয়ানমার থেকে অবৈধভাবে পাচারকালে গরুর পাল আটক করেছে বান্দরবানের আলীকদম সেনা জোন। শনিবার (৩ ডিসেম্বর) কুরুকপাতা ইউপির আওয়াইপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

রবিবার সেনাবাহিনী জানায়, শনিবার রাতে মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াজেদ আলীর নেতৃত্বে সাত জন সেনা এবং তিন জন আনসার সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। সে সময় মাতামূহুরী নদীর ঝিরি থেকে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৩০টি গরু আটক করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গরুগুলো ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। আটক ৩০টি গরুর বাজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা।

আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাব্বির হাসান জানান, অবৈধভাবে পাচারের সময় ৩০টি গরু আটকের পর আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।