নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

বহুল প্রত্যাশিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। সোমবার দুপুরে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। 

প্রধান অতিথি ওবায়দুল কাদের সম্মেলনস্থলে আসেন সাড়ে ১১টায়। ১১টা ৪০ মিনিটে তিনি বিশেষ অতিথিদের নিয়ে সভা মঞ্চে ওঠেন। এরপর দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি না আসায় ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। উদ্বোধনী বক্তৃতায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে দিন। অনেক অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের সড়ক বেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলেছে।’

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট ড. বশির আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

এ ছাড়া উপস্থিত আছেন– নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।