নৌকার প্রার্থীর কর্মীকে জরিমানা

ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন।

আশুলিয়া থানা পুলিশ জানায়, আশুলিয়ার ইয়ারপুরের গোরাটে নৌকার প্রার্থী জনসভার আয়োজন করে। সেই জনসভা উপলক্ষে নৌকার প্রার্থীর কর্মী ইউপি সদস্য মোস্তাক মিছিল নিয়ে জনসভায় আসছিলেন। সে সময় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন ইউপি সদস্য মোস্তাককে সরাসরি জরিমানা করা হয়েছে। এ ছাড়া আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।